মালয়েশিয়ায় ‘চতুর্থ শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’

মালয়েশিয়ায় ‘চতুর্থ শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’

কাগজ প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে আগামী ১১ জুলাই মালয়েশিয়ার রয়েল চুলান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’। এতে বাংলাদেশের পণ্য প্রদর্শনী, সেমিনার, বি-টু-বির আয়োজন রয়েছে। যৌথ উদ্যোগভিত্তিক এফডিআই আকৃষ্ট করার লক্ষ্যে এ শোকেসে উভয় দেশের বিনিয়োগকারীরা অংশ নেবেন।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবসায়ী সংগঠনটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এখন দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। শিক্ষিত বেকারকে দক্ষ করে বিভিন্ন দেশে কাজে লাগানো যায়। ‘শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’ উপলক্ষে আমরা আমাদের দেশের শ্রমবাজার নিয়ে সভা-সেমিনার করব। যার মাধ্যমে মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক রপ্তানি আরো সহজ হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের আরো উন্নয়নে ইভেন্টে মালয়েশিয়ার নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের বাণিজ্যদলের মতবিনিময়, সেমিনার হবে।
বিএমসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে আমাদের এ উদ্যোগ। বর্তমানে মালয়েশিয়ায় ২৫২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হচ্ছে, আমরা প্রতি বছর গড়ে ২০ শতাংশ হারে এটা বাড়াতে চাই। আমাদের শোতে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান, আগ্রহী বিনিয়োগকারী, মালয়েশিয়ার সরকারি সংস্থাগুলো অংশ নেবে। সেখানে বিভিন্ন বিষয়ে সেমিনারের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার পণ্য প্রদর্শন হবে।

তিনি বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের জন্য মেলা থেকে একটি বড় বিনিয়োগ আমরা আশা করছি। আমাদের অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন দেশের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যোগাযোগ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। দুই দেশের প্রায় ৩০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়া দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান, বিএমসিসিআইর মহাসচিব সাব্বির আহমেদ খান, সাবেক সভাপতি এম আলমগীর জুলি, বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান প্রমুখ।

Business NewsLatest Business NewsNews
Comments (0)
Add Comment