প্রথমবারের মতো বিদেশে বিনিয়োগের ‍সুযোগ পেল আকিজ গ্রুপ

অর্থনৈতিক রিপোর্টার॥ প্রথমবারের মতো আকিজ গ্রুপকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে সরকার। মালয়েশিয়ায় স্থাপিত শিল্পপ্রতিষ্ঠান অধিগ্রহণের জন্য তারা ২০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১৬০ কোটি টাকা) নিয়ে যেতে পারবে।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আকিজ জুট মিলস লিমিটেডের নামে পরিচালিত এক্সপোর্টার্স রিটেনশন কোটা হিসেবে স্থিতি থাকা সাপেক্ষে তা থেকে প্রস্তাবিত অনিবাসী সাবসিডিয়ারি আকিজ রিসোর্সেস এসডিএন বিএইচডির অনুকূলে মালয়েশিয়ায় ইকুইটি ইনভেস্টমেন্ট বাবদ ২০ মিলিয়ন ডলার পাঠাতে পারবে।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপনের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) কামরুন নাহার আহমেদ স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের মতামত চাওয়া হয়। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ আহমেদ জামালকে প্রধান করে ‘বাংলাদেশি উদ্যোক্তা কর্তৃক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব মূল্যায়ন কমিটি (পিইসি)’ গঠন করা হয়।

কমিটি বিদেশি বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন দিক যাচাই-বাছাই করে সম্প্রতি আকিজ গ্রুপ কর্তৃক মালয়েশিয়ায় বিনিয়োগের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এর সঙ্গে ১৩টি শর্ত জুড়ে দেয়া হয়। এই শর্তে উল্লেখ রয়েছে, বিনিয়োগকৃত অর্থের হিসাব সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে, শতভাগ লভ্যাংশ দেশে ফেরত আনতে হবে এবং মালয়েশিয়ায় স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে হবে।

Source :
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *