‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি আয় দ্বিগুণ করা সম্ভব’

ঢাকায় কাল শুরু হচ্ছে তিন দিনের মালয়েশীয় পণ্যের প্রদর্শনী

  • ইত্তেফাক রিপোর্ট

মালয়েশিয়া থেকে জনশক্তি রপ্তানি আয় দ্বিগুণ করা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের (বিএমসিসিআই) নেতারা। তবে এ জন্য সরকারের তরফে সঠিক উদ্যোগ নেওয়ার দাবি তাদের। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ মত দেন। আগামীকাল থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিন দিনের মালয়েশীয় পণ্যের প্রদর্শনী উপলক্ষ্যে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পঞ্চমবারের মত ‘শো কেস মালয়েশিয়া’ নামে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসি’বি) অনুষ্ঠিতব্য ওই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিএমসিসিআই’র সভাপতি আলমগীর জলিল বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশীদের কাছ থেকে বৈধভাবে বছরে ১২০ কোটি ডলারের প্রবাসী আয় আসে। অবৈধভাবে আসা অর্থ মিলিয়ে তা প্রায় দুইশ’ কোটি ডলার। অথচ এই বাজারে বাংলাদেশী শ্রমিক পাঠানোর দারুণ সম্ভাবনা রয়েছে। সরকার সঠিক উদ্যোগ নিলে তা ধরা সম্ভব। ফলে দেশটি থেকে প্রবাসী আয় দ্বিগুণ হওয়া সম্ভব। তাতে মালয়েশেশিয়ার সঙ্গে আমাদের যে বাণিজ্য ব্যবধান, তাও পুষিয়ে আনা সম্ভব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে মালয়েশিয়ার স্বাস্থ্য ও সেবা খাত, শিক্ষা, আসবাব, জ্বালানি ও বিদ্যুত্, খাদ্য ও পানীয়, পর্যটন, আবাসন, তথ্য-প্রযুক্তি, অটোমোবাইল ও অবকাঠামোসহ অন্যান্য খাতের বেশকিছু প্রতিষ্ঠান অংশ নেবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রদর্শনী আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এছাড়া অন্যদের মধ্যে সাবেক সভাপতি সৈয়দ নূরুল ইসলাম, মহাসচিব সাব্বির আহমেদ খান ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত, মালয়েশিয়ায় গত ২০১৫-১৬ অর্থবছরে ১৫ কোটি ৫০ লাখ ডলারের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ১৩০ কোটি ডলারের পণ্য।

Source :
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *